পুঠিয়া রাজবাড়ী
রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় স্হাপিত ইউরোপীয় ইন্দ্রীয় যুগের নিদর্শনের এই রাজবাড়ীটি রাজবাড়ী নির্মাণ করে দেবী হেমন্ত কুমারী। বাড়িটির সামনে ফুলও কাঠের কারো কাজ করা রাজবাড়ীটির সমতল বিশিষ্ট ছাদ ও লোহার বিন দ্বারা নির্মিত বাড়িটির জানালা দরজা কাঠের দ্বারা নির্মিত। রাজবাড়ীটির উত্তর পাশের বিশাল এরিয়ার বড় মাঠ। রাজবাড়ীটির সাথে পূর্ব পাশে মন্দির এবং তার পূর্ব পাশে দেবী হেমন্ত কুমারী গোসলের জায়গা বিশিষ্ট বিশাল এক দিঘী রয়েছে যেখানে দেবী হেমন্ত কুমারী গোসল করতেন। রাজশাহী ও নাটোর মহাসড়ক এর দক্ষিণ পাশে রাজবাড়ীটি অবস্থিত মহাসড়ক থেকে ৫ থেকে ১০ মিনিট পায়ে হেঁটে যাওয়া যায়।
কিভাবে যাবেন
পুঠিয়া রাজবাড়ীতে যাইতে প্রথম এ আসেতে হবে রাজশাহী জেলায় রাজশাহী জেলায় ঢাকা থেকে সড়ক পথে ও আকাশ পথে ও রেল পথে যাওয়া যায় রাজশাহী থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থান রাজবাড়ী।
রাজশাহী শহররে এসে গাড়িতে করে যাওয়া যায়। বাস যগে আসলে পুঠিয়া বাস কাউন্টার এ নেমে ৫থেকে ১০ মিনিট পায়ে হেঁটে যাওয়া যায় বা রিকশা করে ৫ টাকা ভারা দিয়া যাওয়া যাবে। রেল পথে আসলে নাটোর রেল স্টেশন থেকে বাস করে নানা ধরনের গাড়ি পাওয়া যায় যাতে করে আপনি আসতে পারবেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url